নিখোঁজ সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১৭ আগস্ট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ ব্যক্তির পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট হয়।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ যুক্ত করে ওই ব্যক্তির ছেলে সাদিকের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির এই রিট করেন।

রিটে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

২০২১ সালের ২৫ আগস্ট খালে পড়ে তলিয়ে যান সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। রাতভর ভারি বৃষ্টিতে আগের দিন চট্টগ্রাম মহানগরীতে ছিল ব্যাপক জলজট। সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী। পরে ২৫ আগস্ট দুপুরে মুরাদপুর এলাকায় খরস্রোতা নালায় পড়ে মুহূর্তে তলিয়ে যান ৪০ বছর বয়সী ওই ব্যক্তি।