‘নিত্যপণ্যে ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবছে সরকার’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এগুলোর ওপর থেকে ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। তবে কেউ এসব নিত্যপণ্য মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখার কৌশল নিয়ে আলোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রমজান উপলক্ষ্যে আমরা ওএমএস কার্যক্রম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বাজার মনিটরিং ও মজুদ নিয়ন্ত্রণ করা হবে, যাতে কেউ বেশি করে মজুদ করে দাম বাড়াতে না পারে।’
মন্ত্রী বলেন, ‘পণ্যের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’