নির্বাচনি ট্রেন থামানোর চেষ্টা করবেন না : হাসানুল হক ইনু

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন জাসদের সম্মেলনে শনিবার বিকেলে বক্তব্য দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

বিএনপির উদ্দেশে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেছেন, নির্বাচনি ট্রেনের হুইসেল বাজানো হয়েছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচনি ট্রেন থামানোর চেষ্টা করবেন না। এতে কোনো লাভ হবে না। হয় নির্বাচনি ট্রেনে উঠুন, না হলে কলার ভেলায় চরে সাগরে ভেসে যান।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন জাসদের সম্মেলনে শনিবার (২০ মে) বিকেলে ইনু এসব কথা বলেন।

জাসদ সভাপতি আরও বলেন, আগুনসন্ত্রাস করে ১৪ দলের সরকার, জাসদ আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারকে পোড়াতে পারবেন না। নিজেরাই সেই আগুনে পুড়ে মরবেন। নির্বাচনি ট্রেন ২৩ ডিসেম্বর ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে। তার পরে নতুন সরকার গঠন হবে। ১৪ দল জাসদ অবশ্যই এই নির্বাচনি ট্রেনে উঠবে।

বাহিরচর ইউনিয়ন জাসদের আয়োজনে সম্মেলনে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে শফিকুল ইসলাম শফিকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে বাহিরচর ইউনিয়ন জাসদের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।