নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হবে : রেলমন্ত্রী

Looks like you've blocked notifications!
বগুড়া রেলওয়ে স্টেশনে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি : এনটিভি

আগামী জাতীয় নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ রুটে শেরপুর, চাঁন্দাইকোনা, রায়গঞ্জ, কৃষাণদিয়া ও সদানন্দপুরে স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে বগুড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত ৮৪ কিলোমিটার রেলপথের জন্য ৯৬০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৫২ কিলোমিটার রেলপথের জন্য ৫১০ একর এবং সিরাজগঞ্জের ৩২ কিলোমিটারের জন্য ৪৫০ একর জমি অধিগ্রহণ করা হবে।’

রেলমন্ত্রী সুজন আরও বলেন, ‘এ প্রকল্পে কিছু জটিলতা ছিল। সেসব জটিলতা কেটে গেছে। এ ছাড়া প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে এসেছি। খুব দ্রুত রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।’