নির্বাচন কমিশনসহ ৩ মন্ত্রণালয়ে নতুন সচিব

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেব বদলি করা হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

অপর এক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা নতুন তথ্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে রাজউকের চেয়ারম্যান পদেই পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশে অবিলম্বে এসব আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।