নির্বাচন নিয়ে সাংবাদিক আর বিদেশিরাই বকবক করছেন : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিক ও বিদেশি কূটনীতিকদের ভূমিকার তীব্র সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচনের এখন আট মাস বাকি। এখনই এ বিষয়ে লেখালেখি হচ্ছে। নির্বাচন ছাড়া দেশে আর কি কোনো বিষয় নেই? সাংবাদিক আর বিদেশিরাই নির্বাচন নিয়ে বেশি বকবক করছেন।’

আজ সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন পরারাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ দিনের বিদেশ সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার ১৫ দিনের সরকারি সফরে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন। এই সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ড. মোমেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। মানুষ যা কল্পনাও করতো না, এমন উন্নয়ন হয়েছে। দেশে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করে চলেছেন। প্রতিটি মানুষই ভালো আছে। আমরা কনফিডেন্ট, আগামী নির্বাচনেও আমরাই জিতব।’

প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্কসংক্রান্ত বিষয়, মেধা স্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।’

ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। ৪ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।