নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের ‘নিশ্চয়তা’, ‘জালিয়াতি চক্রে’র ৪ জন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
আটকের প্রতীকী ছবি

হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি/বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের নিশ্চয়তা দিত একটি চক্র। এমন নিশ্চয়তা দিয়ে হাতিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। এমন অভিযোগে ইকবাল নামের এক ব্যক্তি ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে র‍্যাব।

রাজধানী ও আশপাশের এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাঁদের আটক করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আল মঈন বলেন, ‘হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি ও বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের মূলহোতা ইকবাল ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়েছে। আটকের সময় বেশ কিছু ডিভাইস ও আলামত জব্দ করা হয়েছে।’

এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।