নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Looks like you've blocked notifications!
রেল পথের ফাইল ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত নয়টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের মিলনপল্লী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের চান্দিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, ১৩৮ নম্বর সিগন্যাল এলাকায় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান রবিউল। ট্রেনে কাটা পাড়ায় বুক থেকে মাথা পর্যন্ত থেতলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হতে বেশ সময় লাগে। পরে তার সাথে থাকা উদ্ধার করা মোবাইল ফোনে অন্যের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়।  

নিহত ব্যক্তির প্রতিবেশি আবুল বাশার রনি জানান, রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে আমরা বাড়ির দিকে ফিরি। বৃহস্পতিবার ফজরের নামাজের পর দাফন সম্পন্ন হয় বাড়ির এলাকায়।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার (ওসি) শফিউল ইসলাম জানান, বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন রবিউল। আইনি প্রক্রিয়া শেষে রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে থানায়।