নীলফামারীতে দেড়শ শিক্ষার্থীর সাঁতার প্রতিযোগিতা

Looks like you've blocked notifications!
নীলফামারীতে আজ রোববার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

নীলফামারীতে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড়শ কিশোর-কিশোরীর মধ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা ক্রীড়া কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজনে করে। সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দারুল হুদা উচ্চ বিদ্যালয়ের পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ৭২ জনকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘আটটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শ শিক্ষার্থী ছয়টি গ্রুপে ২৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০ জন মেয়ে এবং ৮০ জন ছেলে অংশ নেয়।’

আবুল হাসেম বলেন, ‘ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক (২০২২- ২০২৩) ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সদরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।’

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার দেওয়ার সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন দারুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান ও প্রধান শিক্ষক বদরুদ্দোজা সরকার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রতন কুমার রায়।