নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
নীলফামারীর ডিমলা থানা। ফাইল ছবি

নীলফামারীর ডিমলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তীতপাড়া এবং পাথরকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো তীতপাড়া এলাকার ফজলুল হকের ছেলে দেড় বছরের শিশু ফাহিম হোসেন ও পাথরকুড়া গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার।

ফাহিমের বাবা ফজলুল হক জানান, দুপুরের দিকে নিজ বাড়ির উঠোনে খেলছিল ফাহিম। এর ফাঁকে কোনো এক সময় বাড়ির পাশে খালে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মাসুমার স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মাসুমা। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।