নীলফামারীতে ভোজ্যতেল মজুদ করায় জরিমানা

Looks like you've blocked notifications!
নীলফামারীর ডিমলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় পুষ্টি সয়াবিন তেলের ডিলার সাইফুল ইসলামের গুদামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : এনটিভি

নীলফামারীর ডিমলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় পুষ্টি সয়াবিন তেলের ডিলার সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে বাজার মনিটরিংকালে ওই ডিলার সাইফুল ইসলামের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

বাজার মনিটরিংকালে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক শামসুল আলম। এ সময় জেলা বিপণন কর্মকর্তা এরশাদ আলম খানও উপস্থিত ছিলেন।

উপপরিচালক শামসুল আলম জানান, ডিমলা বাবুরহাট এলাকার প্রতিষ্ঠানে সাত হাজার লিটার সয়াবিন তেলর অবৈধ মজুদ পাওয়া যায়। এ কারণে ডিলার সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক বলেন, দুই দিনের মধ্যে এই সয়াবিন তেল বাজারে বিক্রি করতে বলা হয়েছে।