নীলফামারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে সালেহা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব এলাকায় এ ঘটনা ঘটে। সালেহা বেগম ওই এলাকার মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।
নিহতের নাতনি বিজলি আকতার রুবাইয়া বলেন, ‘মধ্যরাতে সাপ কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে মারা যান তিনি।’
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘সাপের কামড়ে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এলে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর নেওয়ার সময় মারা যান ওই রোগী।’
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দফাদার আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হলে দুপুরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার বলেন, ‘থানার উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’