নীলফামারীতে হেরোইনসহ নারী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নীলফামারীতে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার সাহিদা বেগম ওরফে রূপা। ছবি : সংগৃহীত

নীলফামারীতে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ সাহিদা বেগম ওরফে রূপা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডোমার উপজেলা শহরের ছোট রাউতা কাজীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাহিদা বেগম ওরফে রূপা মৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। অভিযানকালে মাদক বিক্রির দুই লাখ ৩২ হাজার টাকা, ৭৫ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৫৮ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় মামলা করে রূপাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৭ বছর বয়সী রূপার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, গ্রেপ্তার হওয়া রূপাকে আদালতে তোলা হবে। আদালতের আদেশে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।