নেতাকর্মীদের মিথ্যা আশ্বাসে বিপদে ঠেলে দিচ্ছেন : যুবলীগ চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ সোমবার দুপুরে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : এনটিভি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক জিয়া আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি কীভাবে নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক জিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

আজ সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক জিয়া ১৪ বছর ধরে বিদেশে মুচলেকা দিয়ে পালিয়ে রয়েছেন। সম্পদের পাহাড়ের ওপর বসে আন্দোলনের ঘোষণা দেবেন আর সেই আন্দোলনে প্রাণ দেবেন দেশের তরুণরা। এত বোকা ভাববেন না। এ দেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি করেন এ দেশের জনগণ‌ই আপনাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে। আপনার মতো কাপুরুষের ডাকে জনগণ কেন সাড়া দেবে?’

শেখ পরশ বলেন, ‘রাজনীতি করলে দেশে আসতে হবে। তারেক জিয়া দেশ ছাড়ার আগে ওই কর্মীদের বয়সই বা কত ছিল। তারাতো তারেক জিয়ার আমলের ১২ ঘণ্টার লোডশেডিং দেখেনি। সিরিজ বোমা হামলা দেখেনি। নিজেকে আড়াল করে তারেক জিয়া কর্মীদের সরলতার সুযোগ নেন। এসির ভেতর বসে রাজনীতি করেন।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দিন তারিখ ঠিক দিয়েছেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। ষড়যন্ত্র করে এগিয়ে কোনো লাভ নেই। জনগণের কাছে আসেন। জনগণের ভোটে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা এদেশে হত্যা ক্যু রাজনীতি সাংবিধানিকভাবে বন্ধ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হলো মাপকাঠি দাঁড়িপাল্লা। আর কোনো মাপকাঠি নেই। মাপকাঠিতে যদি আপনারা আসন সংখ্যা শতভাগ পান, আমাদের সেই ইতিহাস ও ঐতিহ্য রয়েছে সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তরের।’

তিনি বলেন, ‘লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর বিএনপি হামলা করবে, আর যুবলীগ কর্মীরা বসে তামাক খাবে? লাটিসোটা ছেড়ে গণতন্ত্র চর্চায় আসতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. রেজাউল কবির প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।