নেত্রকোনার রোগাক্রান্তরা পেলেন চিকিৎসা সহায়তার চেক

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় আজ সোমবার রোগাক্রান্তদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। ছবি : এনটিভি

নেত্রকোনায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিত লৌহ, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাল উদ্দিনসহ অন্যান্যরা।

আলোচনা শেষে  বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত ২০০ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে এক কোটি টাকার চেক বিতরণ করা হয়।