নেত্রকোনায় বোরো ধান-চাল কেনা শুরু করেছে সরকার

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সদর খাদ্য গুদামে আজ সোমবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

নেত্রকোনায় এ বছর বোরোর ব্যাপক আবাদ হয়েছে। এ ধানের ফলনও ভালো হয়েছে। এই জেলার ১০ উপজেলায় সরকারিভাবে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান-চাল কেনা। সদর খাদ্য গুদামে আজ সোমবার (১৫ মে) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

কৃষকরা যেন কোনো রকম হয়রানি ছাড়াই তাদের কষ্টার্জিত ধান সহজেই গুদামে দিতে পারেন, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান বলেন, ‘জেলায় ১৫ হাজার ১৭৭ মেট্রিক টন ধান এবং ৬১ হাজার ২১৮ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা এবং ধান প্রতি কেজি ৩০ টাকা দরে কেনা হচ্ছে।’

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে এবার জেলায় এক লাখ ৮৪ হাজার ৪ ৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ ৬৫ হাজার ১৬৫ টন। ইতোমধ্যে জেলার ১০টি উপজেলায় ৯৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।’

জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি বলেন, ‘সরকারিভাবে ধান চাল ক্রয় অভিযান শুরু হওয়ায় কৃষকরা এবার তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, অটো হাসকিং চালকল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, চালকল মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রহমান খান রিজভি, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মুজিবুল আলম হীরা, জেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফজলে রাব্বী রানা প্রমুখ।