নেত্রকোনায় সপ্তাহব্যাপী লোকজ মেলা

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা সদরের ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি মাঠে লোকজ মেলা আজ শুক্রবার উদ্বোধন করেন বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। ছবি : এনটিভি

নেত্রকোনায় সপ্তাহব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে। বাংলাদেশ-ভারতের শিল্পীদের যাত্রাপালা, নাটক, নাচ-গানের আয়োজন রয়েছে মেলায়, থাকছে লোকশিল্পীদের পরিবেশনাও। এ ছাড়া খেলনা, হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল বসেছে মেলায়।

আজ শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রা, ত্রিমোহনী ঘাটের বদ্ধভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে লোকজ মেলার সূচনা করা হয়।

জেলা সদরের ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ইকবাল হাসান তপু। ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালি, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, আওয়ামী লীগনেতা নূর খান মিঠু, কোলকাতার নেত্রকোনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক সরকার প্রমুখ।