নেত্রকোনায় সড়কে প্রাণ গেল দম্পতির

Looks like you've blocked notifications!
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল। ছবি : এনটিভি

নেত্রকোনার আটপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় তাঁরা মোটরসাইকেলে ছিলেন। এ ঘটনায় ওই দম্পতির সন্তান আহত হয়।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু এবং তার স্ত্রী নাইসা আক্তার। তারা নেত্রকোনা পৌর শহরের নাগঢ়া এলাকায় বাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে নান্টু তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি খালিয়াজুরীতে যাচ্ছিলেন। পথিমধ্যে আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন। এরপর নাইসা আক্তার ও তার মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাইসার মৃত্যু হয়।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কান্তি সরকার বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’