নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

Looks like you've blocked notifications!
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আজ শনিবার কেক কাটছেন আয়োজকরা। ছবি : এনটিভি

প্রয়াত কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে বরেণ্য এ লেখকের জন্মদিন।

আজ শনিবার হুমায়ুন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ দিনটি উপলক্ষে নানা আয়োজন করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে নানা আয়োজন সম্পন্ন হয়। আনন্দ শোভাযাত্রা, জন্মদিনের কেক কাটা ও লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটি উদযাপিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এসব আয়োজন সম্পন্ন হয়।

পাশাপাশি ‘হিমু পাঠক আড্ডা’ নামে একটি সংগঠনের আয়োজনে শহরে আনন্দ শোভাযাত্রা ও জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলায় দিনটি পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের অংশ নেয়।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই লেখক।

হুমায়ূন আহমেদের প্রকাশিত গ্রন্থসংখ্যা তিন শতাধিক। তাঁর লেখা অন্যতম উপন্যাসগুলো হলো ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’ ইত্যাদি। তাঁর লেখা উপন্যাসের জনপ্রিয় চারটি চরিত্র হলো হিমু, রুপা, মিসির আলী ও শুভ্র।

ঔপন্যাসিক, ছোটগল্পকার ও গীতিকার হিসেবে হুমায়ূন আহমেদ যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেও লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।

হুমায়ূন আহমেদ নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’,‌ ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’ ইত্যাদি।

তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’ ইত্যাদি।

পেশাজীবনে হুমায়ূন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। পরে অধ্যাপনা ছেড়ে দিয়ে লেখালেখিতে নিয়মিত হন তিনি।

বাংলা সাহিত্যের কিংবদন্তি এই লেখক ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই ইন্তেকাল করেন।