নেত্রকোনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি : এনটিভি

নেত্রকোনায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫০০ নেতাকর্মীকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। এরমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

জানা গেছে, নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আল মামুন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলা করেন। 

মামলায় নাম উল্লেখ আসামিরা হলেন, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, সৈয়দ মোস্তাফিজুর রহমান রকি, আঞ্জুল হক, আব্দুল খালেক, শাহ্জাহান শেখ, আবু সাঈদ খান, মোকারম হোসেন, রাকিব মিয়া, মো. রকি মিয়া, মো. নাঈম, মো. আরিফ মিয়া, মো. বাকি হোসেন, মো. জনি মিয়া, দিপু মিয়া, ইমরান খান চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, মো. রানা মিয়া, মো. রাজন, মোকাম্মেল হক রানা, টিটু, উজ্জ্বল মিয়া, মো. রাব্বি, মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, হাইয়ুল পাঠান, ইসলাম উদ্দিন খান চঞ্চল, মো. সেলিম আহমেদ, সৈয়দ অন্তর, সাদ্দাম হোসেন, ওয়ারেছ, মো. শরিফ মিয়া, আলমগীর ও ইমন।

মামলায় অজ্ঞাত পরিচয় বিএনপির আরও ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘গতকাল রাতে থানায় মামলা হয়েছে। আটক হওয়া ১৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’