নেত্রকোনা মদনে উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজ উদ্বোধন

Looks like you've blocked notifications!
নেত্রকোনা হাওর উপজেলা মদনের মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজ শুভ উদ্বোধন। ছবি : এনটিভি

নেত্রকোনা হাওর উপজেলা মদনের মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজ শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৭ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্ট হাউজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

বর্ষাকালে হাওরে সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বেড়াতে আসে পর্যটকরা। তাদের সুবিধার্থে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়।

উদ্বোধন শেষে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন, এখানে বেড়াতে আসা পর্যটকসহ এলকাবাসীর দাবি ছিল উচিতপুর পর্যটন সেন্টার কাম রেস্টুরেন্ট নির্মাণের। আজ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়েছে। বর্ষার মৌসুমে এখানে বাহির থেকে অনেক পর্যটক ঘুরতে আসবে। তারা এখানে ফ্রেস হয়ে রেস্ট নিতে পারবে। পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুস, মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. আব্দুল হান্নান তালুকদার শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, চানগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নূরুল আলম তালুকদার, নায়েকপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন ভুইয়া, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, কাইটাইল ইউপি চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ রয়েল, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. সামিউল হায়দার সফি, মদন ইউপি চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম আকন্দ, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মো. মাঈনুল ইসলাম মামুন, মাঘান ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মাসুদসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।