নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

Looks like you've blocked notifications!
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় না পাওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ মডেল থানার সামনে আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা দুটি ঘটে।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নিহতদের শনাক্ত করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৪টার দিকে বেগমগঞ্জ মডেল থানার সামনে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর বয়স ৪৫ বলে ধারণা করা হচ্ছে।এ ছাড়া ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য   নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় দুই গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া গাড়িগুলোও জব্দ করা যায়নি।