নোয়াখালীতে সয়াবিন মজুদ, ভোক্তা অধিপ্তরের অর্থদণ্ড

Looks like you've blocked notifications!
নোয়াখালীর চৌমুহনীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা সয়াবিন তেল। ছবি : এনটিভি

নোয়াখালীর চৌমুহনীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮৮ ড্রামভর্তি ১৮ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদের অপরাধে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকেলে চৌমুহনী দক্ষিণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ এ অভিযান চালায়। পরে অবৈধভাবে মজুদ করা সব সয়াবিন তেল জব্দ করা হয়।

এ সময় জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী দক্ষিণ বাজারে তোতা মিয়ার গলিতে মেসার্স বিজয়া ভাণ্ডারের স্বত্বাধিকারী রাজেশ বনীকে এই জরিমানা করা হয়। এই সময় বাজারে রাজমহল বেকারিকেও অপরিচ্ছন্নতার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মো. কাউসার মিয়া।

অভিযানে জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ৩১ লাখ ১৪ হাজার টাকা হবে বলে জানান কর্মকর্তারা।