নৌকাডুবির স্থলে হবে সেতু, নির্মাণ শুরু আগামী বছর : রেলপথমন্ত্রী

Looks like you've blocked notifications!
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে হবে সেতু। ওয়াই মডেলের এই সেতু নির্মাণ শুরু হবে আগামী বছর।

আজ দুপুরে রেলমন্ত্রী মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে সাংবাদিকদের বিফ্রিংকালে এই তথ্য জানান। মন্ত্রী আরও জানান, ব্রিজটির নির্মাণ উপলক্ষে এরইমধ্যে নকশাসহ একনেকে পাস হয়েছে।

মাড়েয়ার আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৮। এদের অধিকাংশই নারী ও শিশু। আজ মঙ্গলবার ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৮ জন মৃতের মধ্যে নারী ৩০, শিশু ২১ ও পুরুষ ১৭ জন। উদ্ধার অভিযান এখনও চলছে। যদিও নদীর বিভিন্ন অঞ্চলে মরদেহ ভেসে উঠতে শুরু করেছে।

রেলমন্ত্রী জানান, সরকারের পক্ষে মৃত্যের প্রত্যেক পরিবারকে সৎকারের জন্য ২০ হাজার টাকা এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, সকল মরদেহ উদ্ধারের পর পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে কার জন্য কী করা যায়, সেটা বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজের যে তালিকা করা হয়েছে, সেখানের শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।