নৌকায় ভোট দিলে মানুষ সুখে-শান্তিতে থাকে : আ স ম ফিরোজ

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ। ছবি : এনটিভি

আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারছে। আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে অনন্য শিখরে অবস্থান করছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই ছিল দেশের গরিব-দুঃখী মানুষের জীবনমানের উন্নয়ন। বঙ্গবন্ধু সেই স্বপ্নই দেখেছিলেন।

আজ বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম  ফিরোজ এসব কথা বলেন।

আ স ম ফিরোজ আরও বলেন, বরেণ্য রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক এবং ইয়ার মোহম্মদ খানসহ বিশিষ্ট রাজনীতিবিদরা ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠা করেন। এরপর বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ ছড়িয়ে পড়ে গ্রাম-গঞ্জে। বাংলার মানুষের আস্থার জায়গা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বাংলার মানুষের ঘরে ঘরে অসাম্প্রদায়িকতা ও মানবতার বার্তা পৌঁছে দিয়ে মুসলিম লীগের ভণ্ডামি খুলে দেন।

আ স ম ফিরোজ বলেন, ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে ভোট দেয় বাংলার মানুষ। আওয়ামী লীগকে গণমানুষের দল হিসেবে পরিণত করতে বঙ্গবন্ধু বহুবার জেল খেটেছেন। ১৯৬৬ সালে ছয় দফা দেয় আওয়ামী লীগ। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন এবং বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে।

আ স ম ফিরোজ আরও বলেন, স্বাধীনতার লাভের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাসহ নানাবিধ চক্রান্তের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। এ কারণেই আজ মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে সুখে-শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত।

আলোচনা সভাটি একপর্যায়ে জনসভায় পরিণত হয়। এ সময় আ স ম ফিরোজ ২১ জুন অনুষ্ঠিত বাউফলের নয়টি ইউপি নির্বাচনে আটটিতে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে সৃষ্ট মতবিরোধ দ্রুত ভুলে সম্মিলিতভাবে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দেন।   

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক প্রমুখ।

আলোচনা শেষে আ স ম ফিরোজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যানরা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।