নৌযান ধর্মঘটে অচল খুলনার সব ঘাট

Looks like you've blocked notifications!
১০ দফা দাবি আদায়ে খুলনায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি : এনটিভি

সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম ফেডারেশনের ডাকে গতকাল মধ্যরাত থেকে খুলনার সব ঘাট ও নদীতে নোঙ্গর করা নৌযানে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

আজ রোববার সকালে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে শ্রমিকরা তাদের দাবি আদায়ে মিছিল করেছে। এই নৌযান ধর্মঘটের ফলে খুলনার রুজভেল্ট জেটি, সাত থেকে ৪ নং ঘাটে নোঙ্গর করা নৌযান হতে সবধরনের পণ্য ‌ওঠানাম বন্ধ রয়েছে। এই কারণে এসব এলাকায় আমদানি করা পণ্য বিশেষ করে সার নেওয়ার জন্য কয়েকশ’ ট্রাক অপেক্ষা করছে ।

এছাড়া, ঘাট থেকে সরিয়ে অনেক নৌযান ভৈরব নদের মাঝে নিয়ে নোঙ্গর করে রাখা রয়েছে । উত্তরবঙ্গে যাওয়া ট্রেনেও কোনো মালামাল ওঠানামা করছে না। খুলনার ঘাট এলাকাসহ রুজভেল্ট জেটিতে প্রায় পনের হাজার শ্রমিক অসল সময় পার করছেন ।