নড়াইলে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা

Looks like you've blocked notifications!
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ক্ষতিগ্রস্তদের বাড়ি-মন্দির পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছবি : এনটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সহিংসতার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আজ শনিবার দুপুরে দিঘলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত দোকান, সাহাপাড়ার বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার পোদ্দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।