নড়াইলে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত

Looks like you've blocked notifications!
নড়াইল জেলা সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত

নড়াইলে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৮, লোহাগড়ায় ৯ এবং কালিয়া উপজেলায় একজন। এ নিয়ে নড়াইলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫২ জনে। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, করোনা আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছে ২৫৯ জন। মারা গেছে নয়জন। বর্তমানে ২৮৪ জন করোনা রোগীর মধ্যে ১৪ জন হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।