নড়াইলে নেমে মাশরাফির বাড়ি গেলেন অভিষেক

Looks like you've blocked notifications!
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম অলরাউন্ডার নড়াইলের অভিষেক দাস অরণ্যকে পুষ্পবৃষ্টিতে অভিষিক্ত করেন এলাকাবাসী। ছবি : এনটিভি

যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম অলরাউন্ডার নড়াইলের অভিষেক দাস অরণ্য। গতকাল বৃহস্পতিবার নড়াইলে পৌঁছেছেন। সকাল থেকে অভিষেকের বাড়িতে ছিল ভিড়। যশোর থেকে নড়াইলে আনতে তাঁকে অভিবাদন জানাতে যায় শতাধিক মোটরসাইকেল আর একটি সাজানো জিপ।

দুপুর ২টার পর নড়াইলে এসে প্রথমেই চলে যান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসায়। মাশরাফি অভিষেকের আদর্শ ক্রিকেটার। সেখানে মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজার দোয়া নেন।

পরে সেখান থেকে ফিরে আসেন নিজ বাড়ির বাধাঘাট এলাকায়। এখানে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী। বিনয়ী অভিষেক তাঁর খেলার জন্য কোচদের ধন্যবাদ দিতে ভোলেননি। অভিষেক বলেন, ‘সামনে অনেক পথ বাকি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপর বাড়িতে তাঁকে চিরায়ত পদ্ধতিতে বাবা অসিত দাস, মা করুণা দাস, ভাই দীপ্ত দাস, কাকা কাকিসহ অন্যরা বরণ করে ঘরে নিয়ে যান।