নড়াইলে নৌকাডুবির ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
নবগঙ্গা নদীতে মরদেহ উদ্ধার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। ছবি : এনটিভি

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আজ একজনের মরদেহসহ এ পর্যন্ত মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (২ জানুয়ারি ২০২৩) নৌকাডুবিতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল পাঁচজনে। এখনো আরেকজন নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। সেদিনই এক মা ও ছেলে এবং শনিবার আরও দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ রয়েলের (৩০) মরদেহ উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরিদল। তিনি পার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মণ্ডলের ছেলে। এখনও আরেকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি হলেন কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা এনামুল মণ্ডলের বড় মেয়ের জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।

ওসি আরও বলেন, মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।