নড়াইলে পুড়ে ছাই ১২০০ মুরগি!

Looks like you've blocked notifications!
আগুন লেগে পুড়ে যাওয়া মুরগি। ছবি : এনটিভি

নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে এক হাজার ২০০ মুরগি পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিক রাজিব খানের।

রাজিবের বাবা আজম বলেন, ‘রোববার রাত ৩টার দিকে কুকুর ডাকার শব্দে ঘুম থেকে উঠি। পরে দেখতে পাই আমাদের পোল্টি মুরগির খামারে আগুন জ্বলছে। প্রতিবেশিদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। তার আগেই সব পুড়ে গেছে। শত্রুতাবশত কেউ আগুন দিতে পারে। তিন থেকে চারজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।’

ভুক্তভোগী খামার মালিক রাজিব খান বলেন, ‘আমি বড়দিয়া এলাকায় ভাড়া বাসায় থাকি। আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব মুরগি পুড়ে গেছে।’

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার কেউ শত্রুতাবশত আগুন দিতে পারে। দুটি বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।’