নড়াইলে প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নড়াইলে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ছবি : এনটিভি

নড়াইলে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের তানিয়া খাতুন, লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের বাবর আলী।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৪৮টি সিমকার্ড জব্দ করেছে পুলিশ।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের কয়েকটি বিকাশ নম্বরের মাধ্যমে ৩০ লাখের অধিক টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে।’