নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Looks like you've blocked notifications!

নড়াইলে বজ্রপাতে ইয়াছিন শিকদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ঘোড়াখালী মোড়ের পাশের বিলে এ ঘটনা ঘটে।

 

নিহত কৃষক ইয়াছিন শিকদার নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে ইয়াছিনসহ পাঁচ-ছয়জন কৃষক ঘোড়াখালী মোড়ের পাশের বিলে ধান কাটার জন্য যান। ধানকাটা অবস্থায় সকাল ১০টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত ইয়াছিনের শরীরে পড়লে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় ইয়াছিনের সঙ্গে থাকা কৃষকরা চিকিৎসার জন্য দ্রুত তাঁকে নিয়ে সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বজ্রপাতের সময় ইয়াছিনের সঙ্গে থাকা অন্য কৃষকরা অক্ষত আছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন  বজ্রপাতে ইয়াছিন শিকদার নামের একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।