নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

Looks like you've blocked notifications!
নড়াইলের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ। ছবি : এনটিভি

লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ আয়োজন করা হয়। সেই সঙ্গে ওড়ানো হয় রঙিন ফানুস। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে শহরের কুরিরডোব মাঠে জড়ো হন হাজারো মানুষ।

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ শ্লোগানে ভাষা শহীদদের স্মরণে ২১ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নড়াইলে লাখো মোমবাতির এ আয়োজন। শহীদ মিনার, বর্ণমালার আল্পনা ছাড়াও বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয় মোমবাতির আলোয়। এ উপলক্ষে মেলাও বসেছিল মাঠের চারপাশে। অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

একুশের আলো উদযাপন পর্ষদের কর্মকর্তারা জানান, ভাষা শহীদদের স্মরণে ১৯৯৭ সাল থেকে ব্যতিক্রমী এই আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চ চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।