নড়াইলে শিক্ষক লাঞ্ছনা : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশের হাইকোর্টের ফাইল ছবি

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ছয় সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

নড়াইলে কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পূর্ণিমা জাহান।

গত ৩০ জুন এ রিটটি করেন এ আইনজীবী।

এর আগে গত ২৮ জুন এ ঘটনায় প্রয়োজনীয় আদেশ চেয়ে বিষয়টি আদালতের নজরে আনেন পূর্ণিমা জাহান। পরে বিষয়টি নিয়ে রিট করতে পরামর্শ দেন হাইকোর্ট।