নড়াইলে হারভেস্টার মেশিনে কৃষকের ধান ফ্রি কেটে দিচ্ছেন যুবলীগ নেতা

Looks like you've blocked notifications!
নড়াইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কৃষকের ধান ফ্রি কেটে দিচ্ছেন যুবলীগ নেতা। ছবি : সংগৃহীত

নড়াইলে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে গরিব কৃষকের ধান ফ্রি কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ও ক্যাহবেল নেটওয়ার্ক নড়াইল ভিষনের মালিক ওহিদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সদরের মাছিমদিয়া বিলে এ ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

জানা গেছে, হারভেস্টার মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দি করতে পারবে। এতে একর প্রতি প্রায় এক হাজার টাকা কম খরচ পড়বে। ফলে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ খরচ কমবে।

কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার ৩০৭ মেট্রিক টন।