নয়াপল্টনে মহিলা দলের মিছিলে পুলিশি বাধার অভিযোগ

Looks like you've blocked notifications!
জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশপরবর্তী মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বের হলে মহিলা দলের নেতাকর্মীরা বাধার মুখে পড়েন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিশেষ অতিথি ছিলেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা রহমানে নেতৃত্বে মিছিলে যোগ দেন সংগঠনের নেত্রী হেলেন জেরিন খানসহ নেতাকর্মীরা।

মহিলা দলের নেতাকর্মীরা জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাধা দেওয়া হয়েছে।