পটুয়াখালীতে বিএন‌পির গণঅনশনে ছাত্রলীগের হামলা, আহত ৮

Looks like you've blocked notifications!
পটুয়াখালী‌ সদরে আজ শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

পটুয়াখালী‌ সদরে বিএন‌পির গণঅনশ‌ন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলা‌য় অন্তত আটজন আহত হয়েছে। আজ শ‌নিবার সকাল ১০টার দিকে শহরের বনানী এলাকায় বিএন‌পির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকা‌রিয়া আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতদের মধ্যে রয়েছেন জেলা মৎস্যজী‌বী দলের আহ্বায়ক মো. শা‌হিন মিয়া ওরফে ভি‌পি শা‌হিন, জেলা মহিলা দলের সভাপ‌তি আফরোজা সীমা ও সদস্য কহিনুর, সালেহা বেগম ও শ্রমিক দলের বাদশা। আহত অপর একজনের নাম জানা যায়‌নি। তারা প্রাথমিকভাবে চি‌কিৎসা নিয়ে চলে ‌গেছেন।

আহতরা জানান, বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়ার সু‌চি‌কিৎসা এবং বিদেশে উন্নত চি‌কিৎসার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএন‌পি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শুরুর আগেই শহরের কাঠপ‌ট্টি এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা অত‌র্কিত হামলা চা‌লিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মী‌রা লাঠিসোঁটা নিয়ে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পি‌টিয়ে আহত করে। এ সময় তারা ব্যানার পোস্টার ছিড়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে চলে যায়। পরে আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতালে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়। তবে ছাত্রদলনেতা জাকারিয়ার অবস্থার অবন‌তি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

ঘটনার সময় উপ‌স্থিত সদর উপজেলা বিএন‌পির আহ্বায়ক কাজী মাহবুব হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ পরিবেশে অ‌ফিসের মধ্যে কর্মসূচি পালনের আয়োজন করে‌ছি। সেখানেও সরকারের লা‌লিত বাহিনী ছাত্রলীগের‌নেতাকর্মীরা হামলা চালাল। আমাদের আটজন নেতাকর্মীকে পি‌টিয়ে রক্তাক্ত করা হলো।’

হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাজী মাহবুব হোসেন বলেন, ‘এর আগে আমরা রাস্তায় অনশন কর্মসূচি পালন করতে চেয়ে‌ছিলাম, কিন্তু পু‌লিশ আমাদের অনুম‌তি দেয়নি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ম‌নিরুজ্জামান বলেন, ‘এ রকম কোনো ঘটনা আমার জানা নেই। কেউ এখন পর্যন্ত লি‌খিত বা মৌ‌খিকভাবেও অবগত করে‌নি। বিষয়‌টি খোঁজ নি‌চ্ছি।’

অপর‌দিকে হামলার ঘটনার পর বেলা ১১টার দিকে সেই কার্যালয়ে বিএন‌পির পূর্বনির্ধারিত অনশন কর্মসূচি শুরু হয়।