পটুয়াখালীতে সাংবাদিকদের স্বেচ্ছায় কারাবরণের হুমকি

Looks like you've blocked notifications!
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। ছবি : এনটিভি

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, একুশে টেলিভিশনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, অর্থবিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদারসহ শতাধিক নবীন-প্রবীণ সাংবাদিক।

সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে আগামী রোববার মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের হুমকিও দেন।