পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর দুমকী থানা চত্বরে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ ঘিরে স্বজনরা। ছবি : এনটিভি

পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় দুমকী বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হিরা হাওলাদার (২০), মো. ইউসুফ (৩২)  ও বায়জিদ (১৫)।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকাপভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপর দিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রমকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তখন দ্রুতগতির গ্যাস বোঝাই পিকাপভ্যানটি তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

পটুয়াখালীর দুমকীতে মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত দুই মোটরসাইকেল। ছবি : এনটিভি

ওসি জানান, নিহত ব্যক্তিদের একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হবে। এ ঘটনায় পিকাপভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।