পণ্য পরিবহণ ধর্মঘট স্থগিত

Looks like you've blocked notifications!

জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ার কারণে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে টানা দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্য বাড়ার পর থেকে ধর্মঘটরত ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে রাত ৮টার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠকে ট্রাক-কাভার্ড ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলীর নেতৃত্বে মালিক শ্রমিক নেতারা অংশ নেন। বৈঠকে ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানান তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বাস দেন বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে বৈঠক করে পণ্য পরিবহণ ভাড়া সমন্বয় করা হবে।