পথ হারিয়ে বিএনপি এখন নীরবে পদযাত্রা করছে : বাহাউদ্দিন নাছিম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

‘আওয়ামী লীগ দেশের শাসনব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে’—বিএনপি মহাসচিবের এমন কথার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের শাসনব্যবস্থা ও গণতন্ত্র আওয়ামী লীগ নয়, বিএনপি ধ্বংস করেছিল। বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা সব সময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এরা কখনোই দেশের মঙ্গল চায় না। তিনি আরও বলেন, ‘পথ হারিয়ে বিএনপি এখন নীরবে পদযাত্রা করছে।’

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আলোচনা সভার আয়োজন করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কোনো ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম থামানো যাবে না। বিএনপি প্রথমে বিক্ষোভ দিয়ে আন্দোলন শুরু করেছিল। এখন করছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে বিএনপি এখন নীরবে পদযাত্রা করছে। তাদের আন্দোলন, ১০ তারিখের লালকার্ড, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার সিংহাসনে বসা, তাদের ৫৪ দল, ২৭ দফা, ১৪ দফা সবকিছু ভুয়া।’

ভাষা আন্দোলনের কথা স্মরণ করে নাছিম বলেন, ‘আমরাই পৃথিবীর একমাত্র দেশ। যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছি। বিশ্বের সব ভাষাকে আমাদের সম্মান ও শ্রদ্ধা জানানো উচিত। যার যার ভাষাসাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখাই আমাদের একুশের চেতনা। এই একুশের চেতনাকে আন্তর্জাতিক দুনিয়া স্বীকার করেছে এটাই আমাদের বড় গৌরবের পরিচয়।’