পদোন্নতি পেয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ১৬ ডিআইজির শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শুক্রবার শ্রদ্ধা জানান সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৬ ডিআইজি। ছবি : এনটিভি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৬ জন ডিআইজি। আজ শুক্রবার দুপুরে তাঁরা জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্টে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- র‍্যাবের পরিচালক মো. মোজাম্মেল হক, র‍্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মনির হোসেন, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মাহবুবুল ইসলাম, র‍্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেগম শামীমা বেগম ও অ্যান্টি টেররিজম ইউনিটের সালমা বেগম। তাঁরা সবাই ১৮তম বিসিএস-এর বলে জানা গেছে।