পদ্মা সেতুতে নাশকতার মামলায় গ্রেপ্তার মাহদী কারাগারে
পদ্মা সেতুতে নাশকতার দায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া মাহদীকে (২৭) মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানায় এ মামলা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার ওই মামলায় মাহদীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান পদ্মা সেতু উত্তর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক চন্দ্র দাশ রাতেই মাহদীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে বলে জানান এসআই নজরুল ইসলাম।
নজরুল ইসলাম আরও জানান, গতকাল বুধবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে মাহদীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পদ্মা সেতু উত্তর থানায় একটি মামলা হয়। মাহদীর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রবনগরকান্দি গ্রামে।