পদ্মা সেতুতে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন যানবাহনে জরিমানা

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুতে নিয়ম না মানায় জরিমানা করা হচ্ছে চালককে। ছবি : এনটিভি

পদ্মা সেতুতে নির্দেশনা অমান্য করায় পাঁচ মোটরসাইকেল, একটি যাত্রীবাহী বাস, তিনটি প্রাইভেটকার ও একটি পিকআপের চালককে ৩২ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত দল।

অভিযানের সময় নির্দেশনা অমান্য করে লেন পরিবর্তন, অতিরিক্ত গতি ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলার দায়ে ওই যানবাহনগুলোর চালকদের এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান। তিনি বলেন,‘পদ্মা সেতুতে যানবাহন চলাচলের নির্দেশনাগুলো নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার নিয়মিত দায়িত্ব পালনের সময় নির্দেশনা অমান্য করায় পাঁচটি মোটরসাইকেলসহ ১০টি যানবাহনের চালককে সর্বমোট ৩২ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।’