পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
নিজ হাতে টোল প্রদান শেষে পদ্মা সেতু দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

পদ্মা সেতুর উদ্‌বোধন করে আজ শনিবার মাওয়া প্রান্তে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল প্লাজায় গিয়ে নিজ হাতে টোল প্রদান শেষে গাড়িবহর নিয়ে সেতু দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথম ব্যক্তি, যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক যান চলাচল প্রক্রিয়া সাত দিন ধরে চলমান ছিল এবং কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্‌বোধন করা হলেও আগামীকাল রোববার সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।