পদ্মা সেতুর জন্য ফেরি বন্ধ হয়নি, চাহিদা অনুযায়ী চলবে : নৌ-প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মাওয়া ঘাটে ফেরি আছে এবং থাকবে। চাহিদা অনুযায়ী চলবে এসব ফেরি। পদ্মা সেতু চালুর কারণে ফেরি চলাচল বন্ধ করে দেইনি। সেখানে ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী পারপার করছে।’

আজ মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনস্ত সব দপ্তর ও সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এই নয়, আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সোমবারও আমাদের শিমুলিয়া, মাঝিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে, সেভাবে ব্যবহার করব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ফেরি বন্ধ করে দেইনি। সেখানে ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী পারপার করছে। আমরা সময় নিচ্ছি। পদ্মা সেতু নিয়ে মানুষের আবেগ অনেকভাবে প্রকাশ পাচ্ছে। পজিটিভ-নেগেটিভ অনেক অনুভূতি আছে।’