পদ্মা সেতুর দুই পাড়ে থানা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর দুই প্রান্তে দুটি থানা চালু হচ্ছে আজ মঙ্গলবার। বিকেলে পদ্মা দক্ষিণ ও পদ্মা উত্তর থানা নামে এ দুটি থানা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেতুর শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা দক্ষিণ থানার আওতায় থাকবে পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা উত্তর থানার আওতায় থাকবে মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন।
সেতুর পাশাপাশি দুই পাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এ দুই থানা। প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবে।
সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে থানা দুটির পাশাপাশি সেতু এলাকায় থাকবে বাড়তি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর আগে এ দুই থানা চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
এক একর করে জমিতে নির্মাণ করা থানা ভবন দুটি পদ্মা সেতু কর্তৃপক্ষ পুলিশ বিভাগকে হস্তান্তর করেছে। প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট।
রাজধানী ঢাকার কাছে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীর ওপর নির্মিত সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এরপরই যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তনের আশা করা হচ্ছে।