পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদ সাত দিনের রিমান্ডে

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুর নাট বল্টু খুলে তুচ্ছ তাচ্ছিল্য করে টিকটক ভিডিও করা বায়েজিদ । ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর নাট বল্টু খুলে তুচ্ছ তাচ্ছিল্য করে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এই আদেশ দেন। 

আদালতের পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বায়েজিদ তালহাকে হাজির করে দশদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। 

নথি থেকে জানা গেছে, রোববার যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট বল্টু দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকেলে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি।