পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বায়েজিদ । ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ভিডিও করার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে (৩০) সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলার পর বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ নির্দেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে গিয়ে জাজিরা প্রান্তের রেলিংয়ের একটি নাট খুলে ফেলেন বায়েজিদ তালহা। পরে তা ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ওই দিনই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে ঢাকার পল্টন এলাকা থেকে আটক করে।

আটকের পর সিআইডির পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ২৬ জুন দিবাগত রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। নাট খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় কায়সার আহম্মেদ (২৬) নামের আরও এক যুবককে আসামি করা হয়। তাঁর বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।

গ্রেপ্তারের পরদিন ২৭ জুন বায়েজিদকে আদালতে তুলে ঘটনা তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। পরে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে আজ বুধবার বায়েজিদকে আদালতে হাজির করা হয়। আইনজীবী শহীদুল ইসলাম আসামির জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এই আদালত সেটা মূল্যায়ন করেননি।’ ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘সেতুর রেলিংয়ের নাট খোলা যুবক বায়েজিদ তালহাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।’